টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের পর্দা উঠবে আগামী ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি। আর এদিনই শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। বিশ্বকাপ শুরুর দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে লিটন-তাসকিনরা বিশ্বকাপ মিশন শুরু করবেন।

৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় কলকাতার ইডেন গার্ডেনসে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ।
টাইগাররা তাদের পরের ম্যাচ খেলবে ৯ ফেব্রুয়ারি, প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা ইতালির বিপক্ষে। এই ম্যাচও হবে কলকাতায়, শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায়।
১৪ ফেব্রুয়ারি বসন্তের প্রথম দিনে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচও হবে কলকাতায়, শুরু হবে বিকাল সাড়ে ৩টায়। আর নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে খেলবে টাইগাররা। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হতে যাওয়া এই ম্যাচের ভেন্যু মুম্বাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



