স্পোর্টস ডেস্ক: রবিবার (১৪ নভেম্বর) অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শেষ হলো ২০২১ সালের সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপের জমজমাট আসর। শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। এদিকে ফাইনালের ৩৩৫ দিন পর সেই অস্ট্রেলিয়ার মাঠেই হবে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
আগামী বছরের ১৬ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। মঙ্গলবার ভোরে আসন্ন বিশ্বকাপের ভেন্যুর তালিকা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ওমান ও আরব আমিরাতে চার ভেন্যুতে হয়েছে বিশ্বকাপের ৪৫ ম্যাচ। তবে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া বিশ্বকাপে খেলা হবে সাতটি মাঠে।
সেই সাতটি ভেন্যু তথা শহর হলো এডিলেইড, ব্রিসবেন, জিলং, হোবার্ট, মেলবোর্ন, পার্থ এবং সিডনি। সদ্য সমাপ্ত আসরের মতো ২০২২ সালেও আগে আট দল নিয়ে হবে প্রথম রাউন্ডের খেলা। পরে সেখান থেকে ওঠা চার দল ও র্যাংকিংয়ের শীর্ষ ৮ দল নিয়ে হবে সুপার টুয়েলভের খেলা।
চলতি বিশ্বকাপে সুপার টুয়েলভে ওঠার ১২ দল সরাসরিই খেলবে আগামী বিশ্বকাপে। এর মধ্যে র্যাংকিংয়ের সেরা আট দল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও আফগানিস্তান খেলবে সরাসরি সুপার টুয়েলভে।
আর প্রথম রাউন্ডে খেলবে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, নামিবিয়া ও স্কটল্যান্ড। বাছাইপর্ব থেকে আসা আরও চারটি দল যোগ দেবে প্রথম রাউন্ডের খেলায়। আগামী বছরের ফেব্রুয়ারিতে ওমান ও জুন-জুলাইয়ে জিম্বাবুয়েতে হবে বিশ্বকাপ বাছাইপর্বের খেলা।
২০২২ সালের বিশ্বকাপের দুই সেমিফাইনাল হবে ৯ ও ১০ নভেম্বর। প্রথমটি হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আর পরেরটি এডিলেইড ওভালে। চলতি বছর ১৪ নভেম্বর ফাইনাল হলেও, আগামী আসরের ফাইনাল হবে ১৩ নভেম্বর, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।