স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি মানেই চার-ছক্কার খেলা। ব্যাট হাতে মাঠে নেমে থিতু হওয়ার সময় নেই। বোলারকে শিক্ষা দেওয়ার প্রত্যয় নিতে নামতে হয়। প্রথম বল থেকেই মারমুখী হতে হয়। এক একটি ডট বল যেন এক একটি অপরাধ!
ক্রিকেটের খুদে সংস্করণ নিয়ে এমনই চিন্তা-ভাবনা ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীদের।
তবে ভারতীয় লিজেন্ড বলছেন ভিন্ন কথা। তার মতে আর যাই হোক, অস্ট্রেলিয়ার মাটিতে এমন ধুম-ধাড়াক্কা ইনিংস খেলা যায় না। এতে হিতে বিপরীত হতে পারে। টাইমিং না মিললে বাউন্ডারি ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফিরতে হতে পারে ব্যাটারের।
ক্যারিয়ারে অস্ট্রেলিয়ায় বহু স্মরণীয় ইনিংস খেলেছেন শচীন। সে অভিজ্ঞতা থেকেই এমন মতামত লিটল মাস্টারের।
শচীন জানেন, সেখানকার উইকেটে কীভাবে ব্যাটিং করতে হয়। তার পরামর্শ, শুধু বড় শট খেলার চেষ্টা করলে লাভ হবে না। সিঙ্গেলসও নিতে হবে।
শচীনের ব্যাখ্যা, ‘অস্ট্রেলিয়ার মাঠ বড়। সেখানে বড় শট খেলা সহজ নয়। ব্যাটে ভালোভাবে না লাগলে আউট হওয়ার সম্ভাবনা বেশি।’
তিনি যোগ করেন, ‘যত বেশি সম্ভব দুই-তিন রান নেওয়ার চেষ্টা করতে হবে। মাঠ বড় হওয়ায় দৌড়ে রান নেওয়ার সুযোগ বেশি থাকে। আমরা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অনেক সময় দৌড়ে চার রানও নিয়েছি। লক্ষ্য রাখতে হবে স্কোর বোর্ড যেন সব সময় সচল থাকে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।