স্পোর্টস ডেস্ক: নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবেন না তামিম ইকবাল। ব্যক্তিগত কারণে ওয়ানডে সিরিজ না খেলেই দেশে ফিরছেন জাতীয় দলের এই ওয়ানডে অধিনায়ক।
বৃহস্পতিবার (১৮ মার্চ) ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা জানান তামিম ইকবাল।
তিনি বলেন, নিউ জিল্যান্ডের বিপক্ষে যে তিনি টি-টোয়েন্টি সিরিজ খেলবেন না তা প্রধান কোচ ও নির্বাচকরা খুব ভালো করেই জানেন। নিউ
জিল্যান্ডে আসার আগেই এ ব্যাপারে তাদের সঙ্গে কথা হয়েছে তামিমের। ফলে ওয়ানডে সিরিজে ড্যাশিং এই ওপেনারকে দেখা গেলেও, টি-টোয়েন্টি সিরিজে দেখা যাবে না তামিমকে। ব্যক্তিগত কারণে ওয়ানডে সিরিজ খেলেই দেশে ফিরে আসবেন তিনি।
এদিকে, বেশ কিছুদিন ধরেই হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ভুগছেন তামিম। যদিও তা গুরুতর নয়। তবে, কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার উপস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হলেও, এখন মোটামুটি নিশ্চিত যে ওয়ানডে সিরিজে পাওয়া যাচ্ছে তামিমকে। এর আগে, ইনজুরি নিয়েই কুইন্সটাউনে প্রস্তুতি ম্যাচে ব্যাটিং ও ফিল্ডিং করেন তিনি।
ডানেডিনে ২০ মার্চ প্রথম ওয়ানডেতে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে তামিমের দল। ২৮ মার্চ শুরু হবে দু’দলের টি-টোয়েন্টি সিরিজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



