জুমবাংলা ডেস্ক : টিআইবির প্রতিবেদনে জনগণ ও প্রশাসনের মধ্যে ভুলভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে জানিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
বুধবার (৬ মার্চ) পরিবহন মালিকদের এই সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সামদানী খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টিআইবি অসত্য দিয়ে প্রতিবেদন তৈরি করেছে। যার সাথে বাস্তবতার কোনো মিল নেই। প্রকৃতপক্ষে মালিক সংগঠন নির্ধারিত পরিচালনা ব্যয়ের অতিরিক্ত অর্থ কখনো আদায় করে না। এর বাইরে কেউ অবৈধ চাঁদা আদায় করলে তা কঠোর হাতে প্রতিহত করা এবং অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়।
টিআইবি এ ধরনের অসত্য ও মনগড়া তথ্য প্রকাশ করায় ব্যক্তিমালিকানাধীন বাস মালিক ও শ্রমিক সংগঠনের ভাবমূর্তি বিশেষভাবে ক্ষুণ্ণ হয়েছে দাবি বলে করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ প্রতিবেদনের কারণে জনগণ ও প্রশাসনের মধ্যেও ভুলভ্রান্তি সৃষ্টি হয়েছে। যা কোনোভাবেই কাম্য নয়। সংগঠনের পক্ষে যৌথ বিবৃতিদাতারা হলেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা, কার্যকরী সভাপতি হাজী আলাউদ্দিন, সহ-সভাপতি মাহবুবুর রহমান, মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, অতিরিক্ত মহাসচিব আমিনুল হক শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক ভূইয়া হুমায়ূন কবির তপন, হাবিবুর রহমান ও কোষাধ্যক্ষ আজমল উদ্দিন আহমেদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।