আন্তর্জাতিক ডেস্ক : প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা বর্তমানে বিপুল দর্শনার্থীদের সমাগমে জমজমাট। ১৪৪ বছর পর অনুষ্ঠিত এই মেলায় যোগ দিতে প্রতিদিন হাজার হাজার তীর্থযাত্রী পৌঁছাচ্ছেন। তবে এত মানুষের ভিড়ে নিরাপত্তার সমস্যা সৃষ্টি হয়েছে এবং ট্রেনেও ব্যাপক ভিড় রয়েছে। এমন এক সময়ে, ট্রেনের বাথরুমে বসে মহাকুম্ভ মেলায় যাওয়ার দৃশ্য শেয়ার করেছেন এক তরুণী।
ভিডিওতে দেখা গেছে, দ্রুত গতিতে চলা ট্রেনের বাথরুমে তিন তরুণী দাঁড়িয়ে আছেন। আর এক তরুণী সিটে দাঁড়িয়ে ভিডিও করছে। ওই তরুণী তার ভিডিওতে জানিয়েছেন যে তারা বাহিরে এত ভিড় দেখে বাথরুমে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছেন। ভিডিওটি পোস্ট করার সময় তিনি বলেন, “আমরা কুম্ভ মেলায় যাচ্ছি, আর ট্রেনের টয়লেটে রয়েছি।”
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং ৭০০,০০০ এর বেশি ভিউ পায়। অনেক নেটিজেন এভাবে ট্রেনে বাথরুম ব্যবহার করার জন্য তাদের সমালোচনা করেছেন। একটি ব্যক্তি মন্তব্য করেন, “কিছু মানুষের অন্যদের প্রতি শ্রদ্ধা নেই। এভাবেই কি ভারত এগোবে?”
তবে তরুণী মন্তব্যে জানান যে, তারা টিকিট চেকারদের কাছে ধরা পড়তে চাননি, তাই দরজা খোলেননি। পাশাপাশি তিনি আরও বলেছেন, তাদের কাছে আর কোনো বিকল্প ছিল না। ভিডিওটি দেখে অনেক নেটিজেন ভারতীয় রেলের অ্যাকাউন্ট এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ট্যাগ করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।