লুকা মদরিচের নেতৃত্বে ক্রোয়েশিয়া এবারের বিশ্বকাপের শক্তিশালী দলগুলোর একটি ছিলো। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির অসাধারণ ফুটবল বুদ্ধিমত্তায় ক্রোয়েশিয়াকে ৩-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের ফাইনালে পা রাখলো মেসি-বাহিনী।
ক্রোয়েশিয়ার গোছানো রক্ষণ আর মিডফিল্ডারদের আঁটসাঁট অবস্থানের কারণে আর্জেন্টিনা সেন্টার দিয়ে তেমন কোনো আক্রমণ করার সুযোগ পাচ্ছিল না। মেসি তখন নিচে নেমে গাভার্দিওলকে নিজের দিকে টেনে আনেন। এতে করে ক্রোয়েশিয়ার বক্সে আলভারেজ-মলিনাদের সামনে অনেকটা স্পেস ক্রিয়েট হয়। আর্জেন্টিনার বেশিরভাগ আক্রমণগুলোই হয়েছে এই প্যাটার্ন বজায় রাখার মাধ্যমে।
পুরো ম্যাচে ৬১ শতাংশ সময় বলের দখল ক্রোয়েশিয়ার পায়ে ছিল। কিন্তু এরপরও তারা খুব একটা গুছানো আক্রমণ করতে পারেনি। ক্রোয়েশিয়ার মিডফিল্ডারত্রয়ী বল কন্ট্রোল করে খেলা গড়ে দেওয়ার কাজে দুর্দান্ত হলেও তারা কেউই ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার মতো কিছু করতে পারেননি।
পুরো ম্যাচে ৬১ শতাংশ সময় বলের দখল ক্রোয়েশিয়ার পায়ে ছিল। কিন্তু এরপরও তারা খুব একটা গুছানো আক্রমণ করতে পারেনি। ক্রোয়েশিয়ার মিডফিল্ডারত্রয়ী বল কন্ট্রোল করে খেলা গড়ে দেওয়ার কাজে দুর্দান্ত হলেও তারা কেউই ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার মতো কিছু করতে পারেননি।
শট অ্যাটেম্পট কিংবা বল পজেশন – দুইদিক থেকেই এই ম্যাচে ক্রোয়েশিয়া আর্জেন্টিনার চেয়ে অনেকটাই এগিয়ে ছিল। কিন্তু এরপরও তারা পুরো ম্যাচে বলার মতো কোনো আক্রমণ করতে পারেনি। খেলার দখল বেশিরভাগ সময় ক্রোয়েশিয়ার পায়ে থাকলেও দু’দলের এক্সপেক্টেড গোলের পার্থক্যই বলে দিচ্ছে যে যোগ্য দলই ম্যাচটা জিতে বিশ্বকাপের ফাইনালে পা বাড়িয়েছে।
আর্জেন্টিনার বিল্ডআপের সময় পারেদেস দুই সেন্টারব্যাকের সাথে নিচে ড্রপ করে বল প্রোগ্রেস করতে সাহায্য করেন। এনজো ফার্নান্দেজ এবং ডি পল তখন মাঝমাঠে অবস্থান করে বল প্রোগ্রেশনে সাহায্য করছিলেন। আবার মেসি কিংবা ম্যাকঅ্যালিস্টার – দু’জনের একজন মিডফিল্ডে নেমে এসে ক্রোয়েশিয়া মিডফিল্ডারদের সাথে নিউমেরিক্যাল সুপেরিওরিটি তৈরি করেন।
এ সময় আর্জেন্টিনার রক্ষণভাগে রোমেরো-পারেদেস-ওটামেন্ডি মিলে ক্রোয়েশিয়ার ক্রামারিচ-পেরিসিচের বিপক্ষে ৩-ভার্সেস-২ অবস্থানের সৃষ্টি করেন। অন্যদিকে মিডফিল্ডে এনজো-ডি পল-ম্যাকঅ্যালিস্টার মিলে মদরিচ-কোভাচিচের বিপক্ষে ৩-ভার্সেস-২ অবস্থানের সৃষ্টি করেন৷ ফলে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ আর্জেন্টিনার দিকে হেলতে শুরু করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।