স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সফরে টাইগাররা ওয়ানডে সিরিজে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিলেও টেস্ট সিরিজে ভালো করতে পারেনি। সেখানে ওয়ানডে সিরিজে দারুণ পারফর্ম করার পর টেস্টে লজ্জাজনক পারফরম্যান্সের কারণ খুঁজছে বিসিবি। সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, তিনি দফায় দফায় টেস্ট দলের ক্রিকেটার এবং কোচিং স্টাফদের সঙ্গে বসতে যাচ্ছেন।
আজ শনিবার বিসিবির ইফতার শেষে সাংবাদিকদের পাপন বলেন, ‘একটা সিরিজ দেখে বলাটা আসলে কঠিন। কারণ আপনারা যদি দেখেন, ওদের যে স্পিনার ছিল মহারাজ, তাকে কিন্তু ওরা (বাংলাদেশি ব্যাটার) ওয়ানডেতে ভালোভাবেই খেলেছে। কিন্তু হঠাৎ করে টেস্টে এসে কী হলো- এটা বোঝার জন্য আসলে… এই মুহূর্তে ওইটা নিয়ে সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন হবে। সে জন্য আমরা যেটা চেয়েছিলাম…আজ সাড়ে ৪টায় একটা সভা ডেকেছিলাম সব ক্রিকেটারদের নিয়ে। কিন্তু দুর্ভাগ্যবশত ট্রাফিক জ্যামের কারণে ওরা সবাই সময়মতো এসে পৌঁছতে পারেনি। দুই-এক দিনের মধ্যেই আশা করছি আমরা ওদের সঙ্গে বসব। ওদের কাছ থেকেও তো জানা দরকার, ওরা কী মনে করে। হঠাৎ করে এমন কেন পারফরম্যান্স হলো। যে যত কথাই বলুক না কেন, যে প্লেয়াররা খেলেছে, তারা কেউ এ রকম পারফর্ম করার কথা না।’
এসময় মোস্তাফিজের টেস্ট খেলা নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘সে (মোস্তাফিজ) কিন্তু বলেনি টেস্ট খেলতে চায়। এটা একটা ব্যাপার। কিন্তু ও বললো কি বললো না সেটা বড় কথা না। আমাদের যখন দরকার হবে অবশ্যই সে খেলবে। এখন যদি আমার শ্রীলঙ্কা সিরিজে মোস্তাফিজকে দরকার হয় অবশ্যই খেলবে।’
শ্রীলঙ্কা সিরিজ নিয়ে খুব বেশি ভাবছেন না বিসিবি সভাপতি। সিরিজ জেতা সম্ভব সাবেক-বর্তমান ক্রিকেটারদের মত তারও আত্মবিশ্বাস আছে। পাপন বলেন, শ্রীলঙ্কা অবশ্যই ভালো দল, আমাদের দলটাও ভালো। আমার ধারণা একটা ভালো খেলা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।