আন্তর্জাতিক ডেস্ক : তুমুল প্রতিন্দ্বদ্বিতাপূর্ণ জর্জিয়াতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে টপকে গেছেন ডেমোক্রেট মনোনীত প্রার্থী জো বাইডেন। এ অঙ্গরাজ্যে ৯৫ শতাংশ ভোট গণনা পর্যন্ত বাইডেনের চেয়ে এগিয়ে ছিলেন ট্রাম্প।
বাংলাদেশ সময় শুক্রবারে বিকালে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রকাশিত এক প্রতিবেদন বলছে, ট্রাম্পের জয়ের সম্ভাবনা থাকা জর্জিয়াতে বর্তমানে ৯১৭ ভোটে এগিয়ে আছেন বাইডেন। ইতোমধ্যে রাজ্যটিতে ৯৯ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি।
ওয়াশিংটর পোস্টের বিশ্লেষণ বলছে, রাজ্যটিতে বাইডেন ৪৯.৩৯ ভোট পেয়ে এগিয়ে আছেন। বিপরীতে ট্রাম্প পেয়েছেন ৪৯.৩৭ শতাংশ ভোট। সংখ্যার বিচারে বাইডেনের ভোটের সংখ্যা দুই কোটি ৪৪ লাখ নয় হাজার ৩৭১। আর ট্রাম্প পেয়েছেন দুই কোটি ৪৪ লাখ ৮ হাজার ৪৫৪ ভোট।
নির্বাচনের পর থেকেই জর্জিয়াতে বিপুল ভোটে ট্রাম্প এগিয়ে থাকলেও, পরবর্তীতে ডাক যোগে ভোট যোগ হওয়ায় এগিয়ে যান ডেমোক্র্যাটের জো বাইডেন। রাজ্যটিতে ১৬টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। ফলে এটিতে জিতলেই বিজয় নিশ্চিত হবে বাইডেনের। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী বাইডেন পেয়েছেন ২৬৪টি ইলেকটোরাল ভোট। বিপরীতে ট্রাম্পের ভোট ২১৪টি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।