জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন আসার সময় অবৈধ লেভেল ক্রসিংয়ে যাত্রীসহ অটোরিকশা আটকে যায়। তবে ট্রেন চালকের দক্ষতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন অটোরিকশার যাত্রীরা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের কাউতুলী এলাকায় এ ঘটনা ঘটে। চালক শাহ মো. এনায়েত হোসেন খান দুর্ঘটনার বিষয়টি আঁচ করতে পেরে ট্রেন থামিয়ে যাত্রীদেরকে রক্ষা করেন।
স্থানীয় সূত্র জানায়, জামালপুর থেকে চট্টগ্রামগামী ৩৮ ডাউন নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন দুপুর ২টা ১০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি কাউতলী এলাকার সেতুর কাছাকাছি পৌঁছালে সেখানে একটি ব্যাটারিচালিত অটোরিকশা অবৈধ লেভেল ক্রসিংয়ে আটকে যায়। ট্রেনচালক দূর থেকে দেখতে পেয়ে ট্রেনটি থামিয়ে দেন। এতে অটোরিকশায় থাকা চালকসহ পাঁচ যাত্রী রক্ষা পান।
ঢাকা-রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতির ঘটনায় বড়াইগ্রাম থানার ওসিকে প্রত্যাহার
চালক এনায়েত হোসেন গণমাধ্যমকে বলেন, ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়ে যাওয়ার পর ট্রেনটি প্রায় ৫০ কিলোমিটার গতিতে চলছিল। কয়েক কিলোমিটার যাওয়ার পর একটি বাঁকের জায়গায় রেললাইন পার হতে গিয়ে অটোরিকশা আটকে যায়। শুরুতে অটোরিকশাটি দেখা যায়নি। তবে যখন দেখি তখন খুব কাছাকাছি চলে আসি। ভেপু বাজাতে থাকি যেন অটোরিকশা সরে যায়। কিন্তু সেটি সরছিল না। এরপর চেষ্টা করি ট্রেন থামানোর। আল্লাহর রহমতে অটোরিকশা থেকে দুই-তিন হাত দূরে ট্রেন থেমে যায়।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel