Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজশাহীতে ট্রেনের ধাক্কায় সোহাগ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নগরীর বুধপাড়া এলাকার গণির মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী এবং বিশ্ববিদ্যালয় সুইপার কলোনির মৃত রঞ্জিতের ছেলে বলে জানা গেছে।
রাজশাহী রেলওয়ে (জিআরপি) থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল জানান, সন্ধ্যা ৭টার দিকে সোহাগ রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় লাইনের ধারে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।