
Advertisement
জুমবাংলা ডেস্ক: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। খবর ইউএনবি’র।
ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া-আনসারডাঙ্গী গ্রামে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- ওই গ্রামের আব্দুর রহিমের ছেলে রাজেন (১৪) ও আনারুল ইসলামের ছেলে রুবেল (১২)।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, কয়েকটি শিশু পাশের ব্রিজ থেকে পুকুরে ঝাঁপ দিচ্ছিল। এক পর্যায়ে দুজন নিখোঁজ হয়। স্থানীয়রা অনেক চেষ্টা করেও তাদের খুঁজে পায়নি। পরে রানীশংকৈল ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুই ঘণ্টা চেষ্টার পর বিকালে তাদের মরদেহ উদ্ধার করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।