জুমবাংলা ডেস্ক : নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ বুধবার বাংলাদেশে ফিরতে পারেন। বর্তমানে তিনি ফ্রান্সের প্যারিসে অবস্থান করছেন।
সেখান থেকে ঠিক কখন তিনি বাংলাদেশের উদ্দেশে রওনা হবেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছে যে, অধ্যাপক ইউনূস বুধবার রাত কিংবা বৃহস্পতিবার সকালে দেশের মাটিতে পা রাখতে পারেন।
‘উনার একটি মাইনর অপারেশন আজকে হয়েছে, উনি আগামীকালই দেশের উদ্দেশে রওনা হবেন। হয়ত আগামীকাল (বুধবার) রাতে অথবা পরশু দিন (বৃহস্পতিবার) সকালের মধ্যে উনি দেশে এসে পৌঁছাবেন,’ মঙ্গলবার রাতে সাংবাদিকদের বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।
এর আগে, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার সন্ধ্যা থেকে তিন ঘণ্টার বেশি সময় ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপতি। তখন সেখানে তিন বাহিনীর প্রধানরাও উপস্থিত ছিলেন।
বুধবার অধ্যাপক ইউনূস দেশে ফিরলে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে নাহিদ।
‘হয়তো আমরা ২৪ ঘণ্টা বা আরও কিছু সময়ের মধ্যে পূর্ণাঙ্গ অন্তর্বর্তীকালীন সরকারের শপথ, সেটি আমরা করে ফেলতে পারব,’ বলেন এই সমন্বয়ক।-বিবিসি বাংলা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।