স্পোর্টস ডেস্ক : বুধবার (১ মে) সকালে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে বাংলাদেশ দল। সেখানে মাঠে ব্যস্ত হয়ে পড়েছে টাইগাররা। বৃহস্পতিবার (২ মে) ডাবলিনে অনুশীলন করেছে মাশরাফি বাহিনী।
ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশ নিতে বুধবার তিন ভাগে আয়ারল্যান্ডে গিয়েছেন বাংলাদেশের ১৯ জন ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা। বুধবার প্রথম প্রহরে ফরহাদ রেজা, সকাল ১১টায় মূল দল এবং সন্ধ্যায় সপরিবারে
ডাবলিনের পেমব্রোক ক্রিকেট ক্লাব মাঠে অনুশীলনে নামে তামিম-মুশফিকরা। মাঠেই হালকা ব্যায়ামের পরে ব্যাট-বলের অনুশীলন করে টাইগাররা। দেশ ছাড়ার আগেও মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সপ্তাহব্যাপী অনুশীলন করেছে বাংলাদেশ দল। অবশ্য মূলত বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প হিসেবেক গত ২২ এপ্রিল অনুশীলন শুরু হয়েছিল।
বাংলাদেশ ও স্বাগতিক আয়ারল্যান্ডের সাথে এই ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশ নেবে উইন্ডিজ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ৫ মে মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও উইন্ডিজ। আগামী ৭ মে নিজেদের প্রথম ম্যাচে উইন্ডিজের বিপক্ষে লড়বে বাংলাদেশ।
ত্রিদেশীয় সিরিজের সূচি-
৫ মে ২০১৯- আয়ারল্যান্ড বনাম উইন্ডিজ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ।
৭ মে ২০১৯- বাংলাদেশ বনাম উইন্ডিজ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ।
৯ মে ২০১৯- আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।
১১ মে ২০১৯- আয়ারল্যান্ড বনাম উইন্ডিজ, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।
১৩ মে ২০১৯- বাংলাদেশ বনাম উইন্ডিজ, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।
১৫ মে ২০১৯- আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ।
১৭ মে ২০১৯- ফাইনাল, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।