বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : প্রাথমিকভাবে পিক্সেল সিরিজের স্মার্টফোনগুলোয় অ্যান্ড্রয়েড ১২-এর ডায়নামিক থিমিং ফিচারটি আনা হলেও ধীরে ধীরে সব উৎপাদনকারীর স্মার্টফোনে এটি চালু হবে। সম্প্রতি গুগল সূত্রে এ তথ্য জানা গেছে। খবর গিজমো চায়না।
অ্যান্ড্রয়েড ১২ ভার্সনের অন্যতম একটি ফিচার হচ্ছে ম্যাটারিয়াল ইউ। মনেট থিম ইঞ্জিনযুক্ত ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা ওয়ালপেপারের রঙ থেকে ডিভাইসের ইউজার ইন্টারফেস ও অ্যাপ আইকনের রঙ পরিবর্তন করতে পারবে। সম্প্রতি এক ঘোষণায় গুগল জানায়, পিক্সেলের পাশাপাশি স্যামসাং, ওয়ানপ্লাস, অপো, ভিভো, রিয়েলমি, শাওমি, টেকনোসহ অন্যান্য উৎপাদনকারীর ডিভাইসেও ফিচারটি চালু করা হবে।
গুগলের অ্যান্ড্রয়েড প্রডাক্ট ম্যানেজার রোহান শাহ অ্যান্ড্রয়েড ডেভেলপার ব্লগে এক ঘোষণায় জানান, সামনের মাসগুলোয় আরো অনেক ডিভাইসে অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম চালু হবে। এ লক্ষ্যে মূল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ডায়নামিক কালার ফিচারের যথাযথ ব্যবহার নিশ্চিতে কাজ করছে। এতে ডেভেলপাররা তাদের অ্যাপের বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারবে এবং ব্যবহারকারীদের সমন্বিত অভিজ্ঞতা থেকে উপকৃত হতে পারবে।
অধিকাংশ মূল উৎপাদনকারীদের সঙ্গে কাজ করলেও কোন মডেলের স্মার্টফোনগুলোয় অ্যান্ড্রয়েড ১২-এর ফিচারটি চালু করা হবে, সে বিষয়ে গুগলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে একটি বিষয় নিশ্চিত যে কাস্টম অ্যান্ড্রয়েড স্কিন ফিচারটি যুক্ত করতে প্রযুক্তি জায়ান্টটি সব উৎপাদনকারীর সঙ্গে কাজ করছে।
চলতি সপ্তাহের শুরুতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম পাওয়ার ক্ষেত্রে স্মার্টফোনে ডায়নামিক কালার থিম ফিচার থাকার বিষয়টিকে প্রাধান্য দেয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।