স্পোর্টস ডেস্ক : দুঃস্বপ্নের মতো ওয়ানডেতে যাত্রা শুরু হয়েছিল ইয়াসির আলী চৌধুরী রাব্বির। ক্যারিয়ারের প্রথম তিন ওয়ানডের দুই ইনিংসে করেছিলেন ০ আর ১ রান! তাকে পাঁচ নম্বরে খেলানো নিয়ে পর্যন্ত প্রশ্ন উঠে গিয়েছিল। অবশ্য অধিনায়ক তামিম ইকবাল বলেছিলেন, ইয়াসিরকে যথেষ্ট সুযোগ দেওয়া দরকার। আফ্রিকা সফরের প্রথম ওয়ানডেতেই সেই সুযোগ দারুণভাবে কাজে লাগালেন ইয়াসির।
শুক্রবার প্রথম ওয়ানডেতে ৪৩ বলে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন রাব্বি। সাকিব আল হাসানের সঙ্গে চতুর্থ উইকেট গড়েন ৮২ বলে ১১৫ রানের জুটি। ৪৪ বলে ৫০ রানে ইয়াসিরকে কট অ্যান্ড বোল্ড করেছেন রাবাদা।
ম্যাচ শেষে রাব্বি কৃতিত্ব দিয়েছেন সাবেক প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্সকে। রাব্বি বলেন, ‘আগের দিন ডি ভিলিয়ার্স হোটেলে এসেছিলেন। উনি এমন কিছু কথা বলেছেন আমাদের, বিশেষ করে আমার জন্য খুব কাজে লেগেছে। আমি আফগানিস্তানের বিপক্ষে ভালো করিনি। তাই এই ইনিংসটি আমার আত্মবিশ্বাস জোগাবে।’
উল্লেখ্য, গতকাল সেঞ্চুরিয়ানে আগে ব্যাট করে বাংলাদেশ করেছিল ৩১৪ রান। জবাবে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ২৭৬ রানে। ফলে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকাকে হারায় টাইগাররা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।