স্পোর্টস ডেস্ক: আর্জেন্টাইন ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়া প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) ৭ মৌসুম কাটিয়ে গত মে মাসেই বিদায় নিয়েছিলেন। পিএসজি ছেড়ে দেয়ার পর তিনি হয়ে যান ফ্রি এজেন্ট। তবে কোন ক্লাবে যোগ দেবেন, তা নিয়ে জ্বল্পনা-কল্পনা চলছিল এতদিন। ডি মারিয়াও মুখ ফুটে কিছু বলেননি।
যদিও তাকে দলে নেয়ার জন্য আগ্রহী ছিল অনেকেই। যার মধ্যে ছিল বার্সেলোনাও। কিন্তু বার্সা মাঠে নামার আগেই ডি মারিয়াকে দলভূক্ত করে নিয়েছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস।
তুরিনে থাকার জন্য মাত্র এক বছরের চুক্তি করেছেন ডি মারিয়া। তার পরিকল্পনা রয়েছে ২০২৩ সালেই ফিরে যানে আর্জেন্টাইন লিগে। সেখানে দু-এক বছর খেলার পর বুটজোড়া তুলে রাখার ঘোষণা দেবেন। যদিও জুভেন্টাস চেয়েছিল তাকে আরও বেশি সময়ের জন্য চুক্তিভূক্ত করতে; কিন্তু ডি মারিয়াই সেটা চাননি।
ডি মারিয়া কয়েকদিন আগে বলেছিলেন, ‘আমি রোজারিও সেন্ট্রালের সঙ্গে এখনও কথা বলিনি। তবে, আমার মাথায় রয়েছে ঘরের মাঠে ফিরে যাওয়ার। সবারই স্বপ্ন থাকে ইউরোপে এসে খেলার। আমি এরই মধ্যে সেই স্বপ্ন পূরণ করে ফেলেছি। এখন আমার স্বপ্ন ফিরে যাওয়া এবং সেটা অবশ্যই একটি ভালো অনুভূতি নিয়ে।’
বিশ্বকাপ নিয়ে ডি মারিয়া বলেন, ‘বিশ্বকাপ প্রায় চলেই এলো। আর্জেন্টিনায় ফিরে আসলে আপনাকে চিন্তা-ভাবনায় অনেকটা কমিয়ে আনতে হবে, যদি বোকা জুনিয়র্স কিংবা রিভার প্লেটে যেতে না পারেন। তাহলে সাধারণত জাতীয় দলের হয়ে খেলার সুযোগটাও অনেক কমে যাবে।’
‘আমি চাই ইউরোপেই শেষের পথটা তৈরি করতে। তবে আমি অনুভব করি, শেষটা আর্জেন্টিনাতে গিয়েই করতে হবে।’
বার্সেলোনায় না গিয়ে কেন জুভেন্টাসে গেলেন ডি মারিয়া। নিজেই তিনি জানিয়েছেন। বার্সার প্রস্তাব তার পছন্দ হয়নি। পরিবর্তে জুভেন্টাসের পক্ষ থেকে তার প্রতি যে প্রস্তাব দেয়া হয়েছে সেখানে অনেক সুযোগ-সুবিধা রাখা হয়েছে। তিনি বলেন, ‘জুভেন্টাস হচ্ছে ইতালির সেরা ক্লাব এবং আমার প্রতি আগ্রহীদের অন্যতম।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।