জুমবাংলা ডেস্ক: আসন্ন শীত মৌসুমে কিউলেক্স মশা নিয়ন্ত্রণের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) শনিবার থেকে চতুর্থ প্রজন্মের লার্ভিসাইড ‘নোভালোরন’ ব্যবহার করা শুরু করবে। খবর ইউএনবি’র।
এ দানাদার কীটনাশকটি একবার ব্যবহার করলে প্রায় ৯০ দিন পর্যন্ত কার্যকর থাকে বলে শুক্রবার ডিএনসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদের তত্ত্বাবধানে এবং ডিএনসিসির নিজস্ব ব্যবস্থাপনায় পৃথকভাবে তিন মাসব্যাপী সফল পরীক্ষা চালানো শেষে এ কীটনাশকটি শনিবার মাঠ পর্যায়ে ব্যবহারের জন্য প্রয়োগ শুরু করা হবে।
কীটনাশকটি অত্যন্ত নিরাপদ, যা শুধুমাত্র ‘চিটিন’ আছে এমন প্রাণীর ওপর কাজ করে। ফলে লার্ভা থেকে সৃষ্টি হয় এমন কীট ব্যতীত মানুষ এবং অন্যান্য প্রাণীদেহে এ কীটনাশক কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।