নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-মতিঝিল বিভাগ) মোঃ আসাদুজ্জামানকে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে বদলি করা হয়েছে।
আজ (১২ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি করা হয়।
অফিস আদেশে বলা হয়, ‘গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্ত্তীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্মারক নং- ৪৪.০০.০০০০.০৯৪.১৯.০৩৬.২০.৫৪৩(১১) তারিখ- ১১/০৭/২০২১ খ্রি. মোতাবেক বগুড়ার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে। তিনি বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্তে দায়িত্বভার অর্পন করার পর এ আদেশ কার্যকর হবে।’
রংপুরে কৃতি সন্তান মোঃ আসাদুজ্জামান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী রংপুর বিভাগ সমিতি, ঢাকা’র যুগ্ম সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি বিসিএস (পুলিশ) ক্যাডারের ২৫ তম ব্যাচের একজন কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।