জুমবাংলা ডেস্ক : ‘ডিজিটালাইজেশনের ফলে দেশে দুর্নীতি কমেছে এবং সেবার মান বেড়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ।
বৃহস্পতিবার দুপুরে বেসরকারী বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং ভবন চত্বরে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ আয়োজিত সিএসই টেক ফেস্ট-১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, গত দশ বছর পূর্বে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী ছিল ৫৬ লাখ, মোবাইল ফোন ব্যবহারকারী ছিলো দুই কোটি, ঢাকার বাহিরে কোন ব্রডব্যান্ড লাইন ছিলো না। মোবাইল অ্যাপ ল্যাব তো পরের কথা, শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে আধুনিক কম্পিউটার ল্যাব ছিলো না।
ঠিক সে সময়, ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা করলেন প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়বেন। এখন বাংলাদেশে ৯৫ শতাংশ ঘরে বিদ্যুৎ, এখন বাংলাদেশে ১০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। ২০৩০ সাল নাগাদ বাংলাদেশ বিশ্বের ২৪ তম অর্থনীতির দেশ হবে। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান প্রফেসর ড. আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. এম সাইদুর রহমান খান।
আরো বক্তব্য রাখেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ওসমান গনি তালুকদার, বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন। স্বাগত বক্তব্য দেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জনিয়ারিং বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



