Advertisement
স্পোর্টস ডেস্ক: ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) টি-টোয়েন্টির শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি আবাহনী লিমিটেড ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
শনিবার (২৬ জুন) মিরপুরে সুপার লিগের পঞ্চম রাউন্ডে টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।
সুপার লিগের চতুর্থ রাউন্ড শেষে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে রয়েছে আবাহনী। সমান পয়েন্ট নিয়েও দুইয়ে আছে এনামুল হক বিজয় নেতৃত্বাধীন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের এই ম্যাচে যারা জিতবে তারাই জিতবে শিরোপা। তাই ম্যাচটিকে বলা হচ্ছে অলিখিত ফাইনাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



