জুমবাংলা ডেস্ক : এবার ডিমের বাজারে হানা দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩ হাজার টাকা জরিমানা করা হয়।সকালে নগরীর রিয়াজুদ্দীন বাজার এবং স্টেশন রোডে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রামের সহকারি পরিচালক আনিসুর রহমান বলেন, ডিমের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় অভিযানে নামে ভোক্তা অধিকার। রিয়াজুদ্দিন বাজারের দুটি দোকান এবং স্টেশন রোডের আরও তিনটি দোকানে অভিযান চালানো হয়।
এতে নানা অসঙ্গতি পাওয়ায় ১ লাখ ৩ হাজার টাকা জারিমানা করা হয়। যার মধ্যে তিনটি আড়তকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বেশি দামে ডিম বিক্রি করায় একটি খুচরা ডিমের দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকা না থাকায় একটি মুদি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।