জুমবাংলা ডেস্ক: রাজধানীর এ্যাপোলো হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ বিকালে রিফাত হোসাইন নামে এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রিফাত বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগে ৩য় বর্ষে ছাত্র ছিলেন। তার বাড়ি গাজীপুরে। তিনি সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের অনাবাসিক শিক্ষার্থী।
পরিবার সূত্র জানায়, রিফাত জ্বরে আক্রান্ত হলে গত ৯ আগস্ট এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে লাইফ সাপোর্টে নেয়া হয়। আজ বিকালে সে মারা যায়।
রিফাতের বন্ধু রিয়াদ বলেন, রিফাতের পরীক্ষা চলছিলো। এরমধ্যে সে ডেঙ্গুতে আক্রান্ত হয়। এর আগে গত ২৬ জুলাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফিরোজ কবীর স্বাধীন নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী গণমাধ্যমকে বলেন, গতকাল থেকে রিফাতের পরিবারের সাথে আমাদের যোগাযোগ ছিলো। আজ দুঃখের খবরটি শুনলাম।
এর আগে গত মাসের শেষের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফিরোজ কবীর স্বাধীন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।
ফিরোজ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ২০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।