আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী, দুটি মোটেল পরিচালনাকারী ভারতীয় বংশোদ্ভূত এক যুবতী একজন ড্রাইভারের সঙ্গে পালিয়ে গিয়েছেন। সুরাটে রোববার এ ঘটনা ঘটে। পিতামাতার সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। তাদের সঙ্গেই সুরাটের বারডোলির কাছে নিজেদের গ্রামে বেড়াতে এসেছিলেন ওই যুবতী। তিনি পালিয়ে যাওয়ার পর পিতামাতা তাকে খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও না পেয়ে সোমবার বারডোলি থানায় নিখোঁজ মামলা করেন তারা। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।
এতে বলা হয়, ২১ বছর বয়সী ওই যুবতী যুক্তরাষ্ট্রের কানসাসে দুটি মোটেল পরিচালনা করেন। তার পিতামাতা নিখোঁজ মামলা করার পর পুলিশ তদন্ত শুরু করেছে। তবে একজন আইনজীবী এরই মধ্যে বারডোলির কাছে একটি গ্রামে ওই যুবতী ও গাড়ির চালকের মধ্যে বিয়ে নিবন্ধনের একটি সনদ জমা দিয়েছেন। এই সনদ অনুযায়ী, ওই যুবতী বিয়ে করেছেন ২৪ বছর বয়সী ওই চালককে।
তা নিবন্ধিত হয়েছে তালাটি অফিসে। যুবতীর ওই প্রেমিকের বাড়িও বারডোলিতে। তিনি একটি কো-অপারেটিভে গাড়ি চালান। এ রিপোর্ট লেখা পর্যন্তু পরিবার বা পুলিশের সঙ্গে যুবতীর যোগাযোগের কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশের প্রাথমিক তদন্তে বলা হয়েছে, পালিয়ে যাওয়া ওই যুবতীর জন্ম ভারতে। পিতামাতার সঙ্গে তিনি সপরিবারে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছিলেন। যুক্তরাষ্ট্রে এক দশকের বেশি সময় তার নাগরিকত্ব আছে। ৫টি মোটেলের মালিক তার পিতা। এর মধ্যে তিনি চালান দুটি। অনেক বছর ধরে তিনি ভারত সফরে আসেননি। ফেসবুকের মাধ্যমে ওই যুবকের সঙ্গে তার পরিচয় হয়। ২০১৮ সালে ভারতে এসেছিলেন তার পিতামাতা। তখন তিনি তাদের সঙ্গে আসেননি। তবে ওই গাড়িচালক যুবকের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন তিনি।
প্রায় ১৫ দিন আগে তার পরিবার ভারতে নিজেদের বাড়ি বেড়াতে আসেন। এবার তাদের সঙ্গে আসেন ওই যুবতী। কিন্তু পরিবারের কাউকে কোনো তথ্য না দিয়ে তিনি নিখোঁজ হয়ে যান রোববার। বারডোলি থানার একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, যুবতীটির পরিবারের সদস্যরা তাদের কাছে যান এবং একটি নিখোঁজ মামলা বা ডায়েরি করেন। উদ্যোগ নেয়া হয় যুবতী কোথায় আছেন তা শনাক্ত করতে। তার বিয়ের সনদ পেয়েছে পুলিশ। কিন্তু তিনি পুলিশের সঙ্গে বা পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।