জুমবাংলা ডেস্ক : ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল এখনো ঘোষিত না হলেও বোঝা যাচ্ছে অলৌকিক কিছু না ঘটলে ঢাকা দক্ষিণে নিশ্চিতভাবেই আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসই জিততে চলেছেন।
ঢাকা দক্ষিণে রয়েছে ১১৫০টি ভোটকেন্দ্র। এর মধ্যে ৯৭৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তাপস পেয়েছেন ৩,৬৫,০৩২ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পেয়েছেন ১,৯৭,৭৭৫ ভোট। তাপস এগিয়ে আছেন প্রায় দেড় লাখ ভোটে।
এর আগে, আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দক্ষিণ সিটি কর্পোরেশনের ১১৫০টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটিতে ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪। এর মধ্যে পুরুষ ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ এবং নারী ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন। দক্ষিণে কাউন্সিলর প্রার্থী রয়েছেন ৩২৭জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।