জুমবাংলা ডেস্ক : বিশ্বখ্যাত স্পোর্টসওয়্যার ও স্নিকারস ব্র্যান্ড নাইকি প্রথমবারের মতো পথচলা শুরু করলো ঢাকায়। রাজধানীর বনানী ১১ নম্বর রোডে নাইকির আউটলেটটি বৃহস্পতিবার ২০ জুলাই) সকাল ১০টায় ক্রেতাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
দেশের শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপের ডিবিএল লাইফস্টাইলসের মাধ্যমে নাইকির আউটলেটটি চালু হয়েছে। আউটলেটটিতে এখন শুধু নাইকির স্নিকারস, স্পোর্টসওয়্যার ও অ্যাকসেসরিজ পাওয়া যাচ্ছে। এর আগে ডিবিএল লাইফস্টাইলসের মাধ্যমে পুমা ব্র্যান্ড এসেছিল বাজারে।
নাইকি, অ্যাডিডাস ও পুমার প্রধান পণ্যসামগ্রী হলো জুতা, বা বিশেষত স্পোর্টস সু। এছাড়া, তারা স্পোর্টসওয়্যার, ব্যাগ, ক্যাপসহ অন্যান্য পোশাক পণ্য বিক্রি করে। নাইকির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে, বর্তমানে বিশ্বের প্রায় ৮০টি দেশ ও অঞ্চলে নাইকির স্টোর আছে প্রায় ২ হাজার ২০০টি।