ঢাকায় চালু হয়েছে নাইকির প্রথম আউটলেট

ঢাকায় চালু হয়েছে নাইকির প্রথম আউটলেট

দেশের শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপের ডিবিএল লাইফস্টাইলসের মাধ্যমে নাইকির আউটলেটটি চালু হয়েছে। আউটলেটটিতে এখন শুধু নাইকির স্নিকারস, স্পোর্টসওয়্যার ও অ্যাকসেসরিজ পাওয়া যাচ্ছে। এর আগে  ডিবিএল লাইফস্টাইলসের মাধ্যমে পুমা ব্র্যান্ড এসেছিল বাজারে।

নাইকি, অ্যাডিডাস ও পুমার প্রধান পণ্যসামগ্রী হলো জুতা, বা বিশেষত স্পোর্টস সু। এছাড়া, তারা স্পোর্টসওয়্যার, ব্যাগ, ক্যাপসহ অন্যান্য পোশাক পণ্য বিক্রি করে। নাইকির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে, বর্তমানে বিশ্বের প্রায় ৮০টি দেশ ও অঞ্চলে নাইকির  স্টোর আছে প্রায় ২ হাজার ২০০টি।