ঢাকায় তীব্র যানজট, রাস্তায় গাড়ি রেখে বাইকে চড়লেন তুরস্কের রাষ্ট্রদূত

এ বছরই দীপিকা-রণবীরের ঘরে নতুন সদস্য আসছে?

যে কারণে ঢাকার রাস্তায় গাড়ি রেখে বাইকে চড়লেন তুরস্কের রাষ্ট্রদূত

জুমবাংলা ডেস্ক : ঢাকার রাস্তায় তীব্র যানজট।ফলে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারা যেন ভাগ্যের ব্যাপার।আর সেই যানজটের কবলে পড়েন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের বিদায়ী রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান।

এ বছরই দীপিকা-রণবীরের ঘরে নতুন সদস্য আসছে?

তাই সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে নিজের গাড়িতে না গিয়ে পাঠাও বাইকযোগে নৈশভোজে যোগ দিয়েছেন মুস্তাফা ওসমান তুরান।

বুধবার (৪ জানুয়ারি) রাতে বাইকে চড়ে ঢাকায় একটি বিদায়ী নৈশভোজে যোগ দেন তিনি। ওইদিন দিবাগত রাতে তুরস্কের বিদায়ী রাষ্ট্রদূত এক টুইট বার্তায় এ তথ্য জানান ও বাইকে চড়ার একটি ছবি ও ভিডিও পোস্ট করেন।

পাঠাও বাইক চালকের সঙ্গে একটি সেলফি এবং একটি ভিডিও প্রকাশ করে রাষ্ট্রদূত ঢাকার তীব্র যানজটের বিষয়ে ইঙ্গিত করে লিখেছেন, ‘আপনার নিজের বিদায়ী ডিনারে ৪৫ মিনিট দেরি হওয়ার ঝুঁকি থাকলে আপনিও এটিই করে থাকেন। আপনি সময়মতো গন্তব্যে পৌঁছাতে একটি পাঠাও বাইক কল করুন। এ সার্ভিসে বিনামূল্যে হেলমেট পরিষেবা অন্তর্ভুক্ত।’

খুব শিগগিরই ঢাকায় দায়িত্ব পালন শেষে ওসমান তুরান দেশে ফিরে যাবেন বলে জানা গেছে।