ঢাকায় ফিরেই অজ্ঞানপার্টির কবলে সৌদি প্রবাসী, খোয়ালেন সর্বস্ব

জুমবাংলা ডেস্ক : রাজধানীর শ্যামপুরের জুরাইনে অজ্ঞানপার্টির কবলে পড়ে মো. সাইফুল ইসলাম (৪০) নামে এক প্রবাসী সর্বস্ব খুইয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সৌদি আরব থেকে ঢাকায় ফেরেন তিনি।

আজ রাত পৌনে ১০টার দিকে অচেতন অবস্থায় প্রবাসী সাইফুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁর পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন বিভাগের ৬০১ নং ওয়ার্ডে ভর্তি দেন।

ভুক্তভোগী প্রবাসী সাইফুলের পাসপোর্ট থেকে জানা যায়, তিনি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সাপমারা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে সৌদি আরব থেকে ঢাকায় ফেরেন সাইফুল।

ঢামেকে আনসার সদস্য রানা হাসান বলেন, ‘প্রবাসী সাইফুল আজ বিকেলের দিকে সৌদি আরব থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে বাড়ি ফেরার জন্য বিমানবন্দর থেকে বাসে উঠলে অজ্ঞানপার্টির প্রতারক চক্র বাসের ভেতর সুকৌশলে তাঁকে কিছু খাইয়ে অচেতন করে। এরপর তাঁর কাছে থাকা সবকিছু নিয়ে প্রতারক চক্র প্রবাসীকে জুরাইন রেলগেট এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।’

এই আনসার সদস্য আরও বলেন, ‘শ্যামপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রবাসী সাইফুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। বর্তমানে মেডিসিন ভবনে চিকিৎসা চলছে তাঁর।’