জুমবাংলা ডেস্ক : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র ফরম বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন। বুধবার (২৫ ডিসেম্বর) দুই সিটির রিটানিং অফিসারের কার্যালয় থেকে কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর পদে ১৫৪ টি মনোনয়ন ফরম বিতরণ হয়েছে।
এরমধ্যে ঢাকা উত্তরে কাউন্সিলর পদে মনোনয়নপত্র বিতরণ হয়েছে ৩৪ টি এবং সংরক্ষিত কাউন্সিলর পদে বিতরণ হয়েছে ৩ টি। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটিতে কাউন্সিলর পদে মনোনয়নপত্র বিতরণ হয়েছে ১০৯টি এবং সংরক্ষিত কাউন্সিলর পদে বিতরণ হয়েছে ৮ টি।
আগামী ৩০ জানুয়ারি ভোটগ্রহনের দিন রেখে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষাণা করেছে নির্বাচন কমিশন। এবারে দুই সিটিতে সম্পূর্ণ ভোটগ্রহন হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩১ ডিসেম্বর; মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


