জুমবাংলা ডেস্ক : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় আমি আনন্দিত। মন্ত্রণালয়ের অধীনে যেকোনো বিষয়ে দুর্নীতির খবর সামনে এলে সত্যতা যাচাই করে আইনের সর্বোচ্চ প্রয়োগ করে ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনো গণমাধ্যমে তথ্যবিভ্রাট করবেন না। একটা মিথ্যা খবরে একজন মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে।
’মঙ্গলবার সচিবালয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, ‘মন্ত্রী হওয়ার আগেই এই মন্ত্রণালয়ের বিষয়ে অনেক কিছু জেনেছি। আপনারা সত্য বিষয়গুলো সামনে নিয়ে আসেন। তাহলে আমার সত্যতা যাছাই করে ব্যবস্থা নিতে সুবিধা হবে।
সবার কাছে একটা অনুরোধ, অসত্য তথ্য উপস্থাপন করে কাউকে সমাজে ছোট করবেন না। এমন পরিস্থিতিতে একজন মানুষের জীবন কতটা দুর্বিষহ হয়ে ওঠে, সেটা চিন্তাও করতে পারবেন না। আমি নিজে এমন পরিস্থিতির শিকার হয়েছি বলে উপলব্ধি করতে পারি।’
মন্ত্রণালয়ের করা অনেক সরকারি ভবনে কর্মকর্তারা উঠতে চান না।
এ বিষয়ে কোনো ব্যবস্থা নেবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এমনটা হওয়ার কথা নয়। যদি হয়, তাহলে কিভাবে সেখানে কর্মকর্তা-কর্মচারীদের আগ্রহী করা যায়, সেই বিষয়ে দেখা হবে।’
মন্ত্রণালয়ের কোন কোন বিষয়কে প্রাধান্য দিয়ে কাজ করবেন এবং কী পরিকল্পনা আছে, জানতে চাইলে মন্ত্রী বলেন, নিজের সততা ও যোগ্যতা দিয়ে এবং সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রতিটি ক্ষেত্র নিয়ে আলাদা আলাদা করে বিশেষ ফোকাস দিয়ে কাজে করব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।