স্পোর্টস ডেস্ক : ফুটবল ক্যারিয়ারের শেষ সময়ে অবস্থান করছেন লিওনেল মেসি। আর এই সময়েই এসে সবচেয়ে বেশি সফল হয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। এবার তরুণ ফুটবলারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা মেসি।
এই মুহূর্তে চীনে অবস্থান করছেন মেসি। আগামী বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যা ৬টায় ফিফা উইন্ডোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। ম্যাচটি হবে চীনের বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে। এর আগে চীনের বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন মেসি।
স্পোর্টস উইকলিকে দেয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমি মনে করি ফুটবলকে ভালোবাসতে হবে। বিষয়টি বলার জন্য আমি আদর্শ শিক্ষক নই। তবুও বলতে চাই, ফুটবলকে ভালোবাসতে না পারলে তরুণ ফুটবলারদের ক্যারিয়ার শেষ হয়ে যাবে।’
মেসি আরও বলেন, ‘ছোটবেলা থেকেই ফুটবল আমার ধ্যানজ্ঞান ছিল। আমি নিজের থেকেও হয়তো ফুটবলকে বেশি ভালোবাসি। হয়তো এ কারণেই ফুটবল আমাকে অনেক কিছু দিয়েছে।’
জাতীয় দল ও ক্লাবের হয়ে এ পর্যন্ত মেসি অসংখ্য পুরস্কার জিতেছেন। এর মধ্যে সবচেয়ে বড় পুরস্কারটি হলো ফিফা বিশ্বকাপ। এছাড়াও ১টি কোপা আমেরিকা, ৪টি চ্যাম্পিয়ন্স ট্রফি, ১০টি লা লিগা, ৭টি কোপা দেল রে, ৩টি ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপাসহ বেশকিছু দলীয় পুরস্কার রয়েছে মেসির ঝুলিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।