Advertisement
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনাভাইরাস শনাক্তের জন্য পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে। এ ল্যাবে বিনামূল্যে নমুনা পরীক্ষা করা হবে।
রোববার (৭ জুন) দুপুরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ওই পিসিআর ল্যাব উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজের পরিচালক ডা. খলিলুর রহমান, অধ্যক্ষ আসাদ হোসেন প্রমুখ।
হাসপাতালের পরিচালক খলিলুর রহমান জানান, এ ল্যাবে প্রতিদিন প্রায় ২০০ নমুনা পরীক্ষা করা সম্ভব। পরীক্ষার ফল ২৪ ঘণ্টার মধ্যে পাওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।