জুমবাংলা ডেস্ক : কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের হেমেরকুটি (২নং ওয়ার্ড) গ্রামের মাস্টারের হাটের পাশে মহান বিজয় দিবস ও মুজিব শতবর্ষ উপলক্ষে ১২ বন্ধু সংগঠনের আয়োজনে এবং হলোখানা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের (হেমেরকুটি) মেম্বার পদপ্রার্থী রফিকুল ইসলামের সার্বিক সহযোগিতায় গ্রামীণ জনপদের হারিয়ে যাওয়া ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে ঢল নামে হাজারো জনতার।
ওই ঘোড় দৌড় প্রতিযোগিতার মূল আকর্ষণ ছিল নওগাঁর প্রত্যন্ত এক গ্রামের চৌদ্দ বছর বয়সের তাসলিমা বেগম (১৪), যে প্রতিবেশী এবং সহপাঠীদের মধ্যে ‘ঘোড়াওয়ালি’ নামে পরিচিত।
এই প্রতিযোগিতায় মঙ্গলবার বিকালে তাসলিমা বেগমকে একনজর দেখার জন্য কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের হেমেরকুটি (২নং ওয়ার্ড) গ্রামের মাস্টারের হাটের পাশে খোলা মাঠে হাজার হাজার নারী পুরুষ, শিশু-কিশোর উপস্থিত ছিলেন। বুধবার বিকালে ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার পর পুরস্কার বিতরণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।