আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের গণমাধ্যম লে জার্নাল দু দিমানচি একটি নিবন্ধ প্রকাশ করেছে। এই নিবন্ধটিতে জানানো হয়েছেন ফ্রান্সের তরুণ মুসলিমরা তুরস্কে বসবাসের জন্য আকৃষ্ট হচ্ছেন।
ফ্রান্সের মুসলিম বিদ্বেষী মনোভাবের কারণেই এমনটি হচ্ছে বলে উল্লেখ করা হয়েছেন নিবন্ধটিতে।
‘ফ্রান্সের তরুণ মুসলিম যারা এরদোগানের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছে’ এই শিরোনামে নিবন্ধটি প্রকাশ করা হয়। এতে বলা হয় দীর্ঘ সময় ধরেই ফ্রান্স থেকে তুরস্কে স্থায়ী হচ্ছেন মুসলিমরা।
নিবন্ধটিতে আরও বলা হয়েছে, ফ্রান্স থেকে তুরস্কে মুসলিমদের আসার বিষয়টি গত পাঁচ বছরে আরও বেড়েছে। আফ্রিকান বংশোদ্ভূত যারা আছেন তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলে যাচ্ছেন। আর একটু শিক্ষিত যারা তারা তুরস্কের প্রতি ঝুঁকছেন।
নিবন্ধটিতে থিবো নামে ৩২ বছর বয়সী একজনের বিষয়ে আলোচনা করা হয়েছে। যিনি ফ্রান্সে একট সময় রুটির দোকানে কাজ করতেন। কিন্তু দেড় বছর আগে তিনি স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে ফ্রান্স ছেড়ে অন্য কোনো দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার ফ্রান্স ছাড়ার কারণ হলো সেখানে মুসলিম বলে তাকে আলাদা চোখে দেখা হত।
তাছাড়া ফসিল মাহানি নামে এক ইউটিউবার ওই নিবন্ধটিতে জানিয়েছেন, ইউরোপের সঙ্গে তুরস্কের অনেকটা মিল থাকার কারণে তিনি নিজের নতুন ঠিকানা হিসেবে তুরস্ককে বেছে নিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।