Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার টোগো উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কার থেকে অপহৃত হয়েছেন ২০ জন ভারতীয় নাবিক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে এ তথ্য।
জানা গেছে, টোগোর উপকূলের ২শ’ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করার সময় জলদস্যুরা হামলা চালায় জাহাজটিতে। অপহৃতদের উদ্ধারে চেষ্টা চলছে বলে জানিয়েছে জাহাজটি পরিচালনাকারী ইউনিয়ন মেরিটাইম।
সম্প্রতি গিনি উপসাগরে জলদস্যুদের দৌরাত্ম্য বেড়েছে বলে সতর্ক করে আন্তর্জাতিক শিপিং কর্তৃপক্ষ। দু’সপ্তাহ আগেই নাইজেরিয়া উপকূল থেকে আরেকটি তেলবাহী ট্যাঙ্কার থেকে অপহরণের শিকার হন ১৮ ভারতীয়সহ ১৯ জন নাবিক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।