বয়সের সঙ্গে সঙ্গে যত্ন না নিলে গলায় গভীর কিছু আড়াআড়ি দাগ পড়ে। আর ত্বক আরও পাতলা হয়ে যায় এখানে। ঝুলে বা কুঁচকে যায় ত্বক। সত্যিকার অর্থেই বয়সের ছাপ শরীরে প্রথম এখানেই পড়ে। আর গলার ত্বকের এমন বুড়িয়ে যাওয়া সম্পূর্ণ রুখে দেওয়ার কোনো জাদুকরী পদ্ধতি নেই। কিন্তু প্রথম থেকেই এ অংশের বৈশিষ্ট্য অনুযায়ী বিশেষ যত্ন নিলে গলার ত্বক সুন্দর ও তারুণ্যময় থাকবে।
রাতে একটি মৃদু রেটিনয়েড ব্যবহার
মুখ ও গলা ধোয়ার পর একটু মৃদু মাত্রার রেটিনয়েড দিলে মিলবে চমৎকার সুফল। এতে ত্বকে কোলাজেন ক্ষয় হওয়া কমে যাবে৷ আর বাড়বেও এর উৎপাদন। তবে গলার জন্য রেটিনয়েড অন্য কিছুর সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হয়৷ মনে রাখতে হবে, গলার ত্বক খুবই পাতলা ও সেনসিটিভ।
সকালে অ্যান্টি–অক্সিডেন্ট সিরাম ব্যবহার করা
সানস্ক্রিন যেমন সূর্য থেকে বাঁচায় ত্বককে, তেমনি পরিবেশের বিষাক্ত উপাদানের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারে অ্যান্টি–অক্সিডেন্ট। তা অসময়ে বুড়িয়ে যাওয়া থেকে ত্বককে রক্ষা করতে পারে। সকালে এই সিরাম গলায় সময় নিয়ে দিতে হবে।
গলায় সানস্ক্রিন ব্যবহার করা
মুখের মতো গলায়ও সমান গুরুত্ব দিয়ে সানস্ক্রিন দিতে হবে। সূর্যের অতিবেগুনি রশ্মি গলার পাতলা, সংবেদনশীল ত্বকের দ্রুত বুড়িয়ে যাওয়া আরও ত্বরান্বিত করবে। দাগছোপ, বিবর্ণ হওয়া বা সূক্ষ্ম রেখা অর্থাৎ ফাইন লাইনও হবে সময়ের সঙ্গে। এসপিএফ ৩০ বা তার চেয়ে বেশি মাত্রার সানস্ক্রিন দিতে হবে গলায়। দুই থেকে চার ঘণ্টা পরপর আবার দিতে হবে।
প্রতিদিন নিয়ম করে পরিষ্কার করা
মুখ ক্লিনজিং করার সঙ্গে সঙ্গে থুতনি থেকে বুক পর্যন্ত অংশের ত্বক পরিষ্কার করতে হবে। এ অংশ উন্মুক্ত থাকে বলে মুখের মতোই ধুলা, ঘাম ময়লায় জর্জরিত হয়। এখানে মেকআপ করা হয় কিন্তু মুখের মেকআপের মতো মন দিয়ে তোলা হয় না তা প্রায়ই। গলা ধোয়া একটু অসুবিধাজনক অবশ্য। তাই তুলায় মাইসেলার ওয়াটার নিয়ে কাজটি আরামে করা যায়। তবে করতে হবে তা সময় নিয়ে, কোনো অংশ বাদ না দিয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।