থাই রাজার আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিক অভিষেক

আন্তর্জাতিক ডেস্ক: কয়েক শতাব্দী পুরোনো আড়ম্বরপূর্ণ রাজকীয় প্রথায় শনিবার থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের আনুষ্ঠানিক অভিষেক হয়েছে।

২০১৬ সালের অক্টোবরে ভাজিরালংকর্নের বাবা রাজা ভূমিবল আদুলাদেজের মৃত্যুর পর আজকের অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে থাইল্যান্ডের রাজতন্ত্রে ক্ষমতার পুনরাবৃত্তি শুরু হয়েছে।

৬৬ বছর বয়সী ভাজিরালংকর্ন সিংহাসনে আরোহনের পর ইতিমধ্যে দুই বছরের অধিক সময় রাজা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি শনিবার রাজ প্রাসাদে বৌদ্ধ ও হিন্দু রীতির সমন্বয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান ব্রাহ্মণের কাছ থেকে রাজমুকুট গ্রহণ করেন।

অভিষেক অনুষ্ঠানের তৃতীয় ও চূড়ান্ত আয়োজনের অংশ হিসেবে রাজা ‘দশম রামা’ ভাজিরালংকর্নের কাছে ২০০ বছরের পুরনো ৭.৩ কেজি ওজরের ভারী মুকুট তুলে দেয়া হয়।

এর আগে রাজা ভাজিরালংকর্ন সাধারণ সাদা পোশাক পরে একটি ছোট মঞ্চে আসেন এবং সেখানে তাকে বিভিন্ন পবিত্র নদী, পুকুর ও অন্যান্য উৎসের পানি দিয়ে পবিত্র করা হয়। এ সময় ড্রাম, শাঁখ ও অন্যান্য বাদ্যযন্ত্র বেজে উঠে। সেই সাথে প্রাসাদের বাইরে গোলা বর্ষণ করে সালাম জানানো হয়।

রবিবার ৩৪৩ ব্যক্তির অংশগ্রহণে ৭ কিলোমিটারের রাজকীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এ সময় রাজাকে পালকিতে করে পুরোনো ব্যাংককের মাঝ দিয়ে নিয়ে যাওয়া হবে, যাতে থাইরা তাদের নতুন রাজাকে শ্রদ্ধা জানাতে পারেন।

সোমবার রাজ প্রাসাদের বারান্দা থেকে রাজা জনতাকে শুভেচ্ছা জানাবেন এবং পরে কূটনৈতিক কোরের সদস্যদের জন্য অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। সূত্র: ইউএনবি