থানায় চুরি করতে গিয়ে ধরা ২ যুবক

জুমবাংলা ডেস্ক : জয়পুরহাটের সদর থানায় চুরি করতে গিয়ে দুই যুবককে আটক করেছেন শিক্ষার্থী ও আনসার সদস্যরা।

শুক্রবার (৯ আগস্ট) গভীর রাতে জয়পুরহাট থানায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- জেলার সদর উপজেলার হানাইল গ্রামের মফিজুলের ছেলে আরিফ হোসেন (২০) ও গোলাম রব্বানীর ছেলে নাহিদ হোসেন (২২)।

জয়পুরহাট থানায় দায়িত্বরত আনসার সদস্য ও শিক্ষার্থীরা জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পরই জয়পুরহাট থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। এরপর পুলিশ শূন্য হয়ে পড়ে এই থানা। পরের দিন থেকে রোভার স্কাউটস, বিএনসিসি, রেড ক্রিসেন্ট, আনসার সদস্য ও শিক্ষার্থীরা থানা পাহারা দিচ্ছেন।

শুক্রবার (৯ আগস্ট) রাতে আনসার সদস্যরা পাহারা দিচ্ছিলেন। পাহারা দেওয়ার সময় গভীর রাতে থানার ভেতরে সিঁড়ির নিচে দুই যুবককে দেখতে পান। এ সময় চোরেরা দ্রুত পালিয়ে থানার বাহিরে চলে যায়। কিন্তু পালিয়েও রক্ষা পেলেন না তারা। সড়কে পাহারারত শিক্ষার্থীদের হাতে ধরা পড়েন একজন। অন্য আরেকজনকে আটক করেন আনসার সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে দুটি তাজা গুলি ও ছুরি উদ্ধার করা হয়। পরে তাদের থানায় আটক রাখা হয়।