আন্তর্জাতিক ডেস্ক : গত চার দশকের মধ্যে এই প্রথম দক্ষিণ কোরিয়ায় গেছে যুক্তরাষ্ট্রে পারমাণবিক অস্ত্র বহনকারী সাবমেরিন। উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ক্ষেপাণাস্ত্র পরীক্ষা করার দুই দিন পর মার্কিন সাবমেরিনের এই সফর ঘিরে ওই উপদ্বীপে উত্তেজনা দেখা দিয়েছে।
মঙ্গলবার ওহিও-ক্ল্যাসিক ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনের বুসানের বন্দরে উপস্থিতির খবর দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়।
উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং জানিয়েছে, মার্কিন সাবমেরিনের এই উপস্থিতি দুই কোরিয়ার সম্পর্ক রক্ষার যোগাযোগে এরইমধ্যে ফাটল ধরিয়েছে।
কিমের বোনের দাবি, যুক্তরাষ্ট্রের এমন কর্মকাণ্ড কোরিয় উপদ্বীপের শান্তি প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাবে এবং দুই কোরিয়াকে সমঝোতা আলাপ থেকে আরো দূরে সরিয়ে দেবে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া সফরে যাওয়া মার্কিন সাবমেরিনটিতে ৮০টি পরমাণু ওয়ারহেড রয়েছে।
সূত্র: সিএনএন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।