দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে টিপু চৌধুরী (৫০) নামে এক বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে শুক্রবার (২৩ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৩টায় কোয়ামথলাংগা এলাকায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে।
নিহতের পরিবার ও স্বজনরা জানান, টিপু চৌধুরী তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছিলেন। এমন সময় হঠাৎ একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ স্থানীয় থানায় রাখা হয়েছে এবং বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে।
টিপু চৌধুরী চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর তছি সরকার বাড়ির মৃত আবু তাহেরের ছেলে। ৩৫ বছর ধরে তিনি দক্ষিণ আফ্রিকায় কঠোর পরিশ্রম করে নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করছিলেন। তার চাচাতো ভাই লিটু চৌধুরী জানান, ২০ বছর আগেও একই দেশে টিপুর আরেক ভাই আবু সায়েম চৌধুরীকে একইভাবে গুলি করে হত্যা করেছিল সন্ত্রাসীরা। দুই দশকের ব্যবধানে দুই ভাইকে হারিয়ে পরিবারটিতে এখন শোকের মাতম চলছে।
প্রবাসী বাংলাদেশিদের ওপর দক্ষিণ আফ্রিকায় এমন ধারাবাহিক হামলার ঘটনায় স্থানীয় ও আন্তর্জাতিক মহলে আবারও উদ্বেগ দেখা দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


