দক্ষিণ কোরিয়ায় আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির বার্ষিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সুনুং। এই গুরুত্বপূর্ণ পরীক্ষাকে কেন্দ্র করে প্রতি বছরের মতোই পুরো দেশ একটি বিশেষ সময়সূচি পালন করবে, যার মধ্যে রয়েছে ২৫ মিনিটের এক আশ্চর্য নীরবতা। সাড়ে পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন।

এই পরীক্ষার একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো ইংরেজি শ্রবণ (লিসেনিং) পরীক্ষা। শিক্ষার্থীদের মনোযোগ যেন বিন্দুমাত্র ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে এই পরীক্ষা চলাকালে (স্থানীয় সময় দুপুর ১টা ১০ মিনিট থেকে ১টা ৩৫ মিনিট পর্যন্ত) সারা দেশে একযোগে সব ধরনের কোলাহল থামিয়ে দেওয়া হবে।
এই ২৫ মিনিটের সময়কালে সরকার কঠোর ব্যবস্থা নেয়। সে সময় আকাশে কোনো বিমান ওঠা-নামা করবে না। এমনকি রাস্তায় গাড়ির হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ ছাড়া সব ধরনের নির্মাণ কাজ ও উচ্চ শব্দের কার্যক্রম বন্ধ রাখা হবে।
উল্লেখ্য, পুরো জাতি সম্মিলিতভাবে এই নীরবতা পালন করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার এই চেষ্টায় সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



