জুমবাংলা ডেস্ক : ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস প্রতীক পেয়েই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
শুক্রবার (১০ জানুয়ারি)) বেলা সাড়ে ১১ টায় ডেমরা থানাধীন ডগাইর বাজার থেকে নৌকা প্রতীকে গণসংযোগ শুরু করেন তিনি।
ওই এলাকার ডগাইর, কোনাপাড়া, বাশেরপুল, বড় ভাঙ্গা, মুরগীর ফার্ম এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী। এ সময় সাধারণ জনগণকে উৎসব মুখর পরিবেশে প্রচারণায় অংশ নিতে দেখা গেছে।
উল্লেখ্য, সকালে গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে অবস্থিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে দক্ষিণের মেয়রপ্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


