জুমবাংলা ডেস্ক : আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাচ্ছেন জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে ডিএসসিসি নির্বাচনের রির্টানিং কর্মকর্তা আব্দুল বাতেনের কাছে তিনি তার প্রত্যাহারপত্র জমা দেবেন।
জাপা প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন জানান, আমি মেয়র পদে নির্বাচন থেকে সরে যাচ্ছি। বিকেল তিনটার দিকে রিটার্নিং কর্মকর্তার কাছে আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার চেয়ে আবেদন জমা দেবো।
জাপা প্রার্থী মিলন প্রত্যাহার করে নিলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আওয়ামী লীগের শেফ ফজলে নূর তাপস ও বিএনপির ইশরাক হোসেন। এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জি এম কামরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। ফলে ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকার দুই সিটির নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির কোনো প্রার্থী থাকছে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।