জুমবাংলা ডেস্ক : রেলের দখল হওয়া জমি উদ্ধার ও প্রকল্পের ভূমি অধিগ্রহণে জেলা প্রশাসকদের সহযোগিতা চাইলেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম।
সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে রেলপথ মন্ত্রণালয়ের অধিবেশনে এ সহযোগিতা চান তিনি।
মন্ত্রী বলেন, জনগণের কাছে প্রত্যেকটি জেলায় রেল পৌঁছে দেওয়ার নির্দেশ রয়েছে প্রধানমন্ত্রীর। সবচেয়ে সস্তা যাত্রী ও মাল পরিবহন হচ্ছে রেলওয়ে।
ডিসিরা কী সুপারিশ করেছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবৈধ রেলক্রসিং যেখানে আছে সেখানে আমরা সহায়তা চেয়েছি। যেহেতু আমাদের জনবল কম। বেদখল জমি উদ্ধারে তাদের সহযোগিতা চেয়েছি। জেলা প্রশাসকরাও বিভিন্ন বিষয় তুলে ধরেছেন।
একই প্রশ্নের জবাবে রেল সচিব হুমায়ুন কবীর বলেন, জেলা প্রশাসকদের কাছে থেকে ৭টি প্রস্তাবনা পেয়েছি। এর মধ্যে ২টি প্রস্তাব করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক। রেলক্রসিংয়ের জন্যে ময়মনসিংহ শহরের মাঝে যানজট হচ্ছে, সেখানে ফ্লাইওভার করতে হলে সড়ক বিভাগের সাথে সমন্বয় করতে হবে। উড়াল সড়ক আমরা করব নাকি সড়ক বিভাগ করবে এ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।
এ ছাড়া শার্শা স্টেশন করার একটি প্রস্তাব রয়েছে। নোয়াখালীর লাইন লক্ষ্মীপুর পর্যন্ত সম্প্রসারণের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান রেল সচিব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।