স্পোর্টস ডেস্ক: আসন্ন টোকিও অলিম্পিকে দর্শক প্রবেশের অনুমতি মিললে নিজের খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখবেন বলে জানিয়েছেন বিশ্বের এক নম্বর পুরুষ টেসিন তারকা নোভাক জকোভিচ।
বেশ কিছুদিন ধরেই টোকিও অলিম্পিক আয়োজন নিয়ে খোদ জাপানেই শঙ্কা দেখা দিয়েছে। সম্প্রতি ডক্টরস এসোসিয়েসন গেমস বাতিলের দাবী জানিয়েছেন। যে কারনে দর্শকশুন্য হলেও গেমস আয়োজনের ব্যপারে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে আয়োজক জাপান। এক সংবাদ সম্মেলনে জকোভিচ বলেছেন, ‘দর্শক যদি থাকে তবে অলিম্পিকে খেলার পরিকল্পনা করবো। আর তা যদি না হয় তবে বিষয়টি নিয়ে আমাকে আরো ভাবতে হবে।’
শুধুমাত্র জকোভিচই নন ইতোমধ্যেই অলিম্পিকে খেলা নিয়ে শঙ্কা জানিয়েছেন রাফায়েল নাদাল, সেরেনা উইলিয়ামসদের মত শীর্ষ তারকারা। রজার ফেদেরার জানিয়েছেন তারও এখনো খেলা নিশ্চিত নয়। একইসাথে ফেদেরার আরো বলেছেন এ্যাথলেটদের এ বিষয়ে সম্মিলিতভাবে একটি সিদ্ধান্তে আসা উচিত।
জাপানীজ দুই শীর্ষ তারকা নাওমি ওসাকা ও কেই নিশিকোরিও টোকিও গেমস আয়োজন নিয়ে শঙ্কা জানিয়েছেন। ইতোমেধ্যই মেডিকেল বিভিন্ন সংস্থা গেমস আয়োজিত হলে জাপানে নতুন করে ভাইরাস সংক্রমনের শঙ্কা জানিয়ে এই মুহূর্তে টোকিও গেমস বাতিলের জোড় দাবী জানিয়েছেন। করোনা সংক্রমনের উর্ধ্বগতিতে এখনো টোকিওসহ বেশ কিছু ক্লাস্টার এরিয়ায় জরুরী অবস্থা বিরাজ করছে যা চলতি মাস পর্যন্ত বহাল থাকবে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।