জুমবাংলা ডেস্ক : পারিবারিক ও অসুস্থতার কারণ দেখিয়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জ্ঞানেন্দ্রনাথ বসাক পদত্যাগ করেছেন। তিনি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
তিনি স্বীকার করেছেন, ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন না পেয়ে অভিমানে এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে কারও প্রতি অভিযোগ তুলতেও চাননি তিনি।
সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে তাড়াশ উপজেলার দলীয় কার্যালয়ে তিনি উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক স্বপন দাসের কাছে এ পদত্যাগপত্র জমা দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দেশিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জ্ঞানেন্দ্রনাথ বসাক ও তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার কর্মকার।
জ্ঞানেন্দ্রনাথ বসাক বলেন, ‘অভিমান-কষ্ট তো থাকবেই। ১৯৯৫-২০০১ সাল পর্যন্ত আমি দেশিগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলাম। এরপর ২০০৩-২০১২ সাল পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের কার্যকারী সদস্য ছিলাম। এরপর ২০১২-২০২০ সাল পর্যন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে বর্তমানে ইউনিয়ন সভাপতি হিসেবে আছি। আমি মুজিব আদর্শ বুকে ধারণ করে ছোটবেলা থেকে নিজেকে গড়ে তুলেছি। তবুও আমার মতো মানুষকে যদি দলীয় মনোনয়ন না দেওয়া হয় সেটা তীব্র কষ্টের। তবুও আমার পারিবারিক ও শারীরিক সমস্যার কারণ দেখিয়েই দলীয় পদ থেকে পদত্যাগ করেছি।’
স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউপি নির্বাচন করবেন কি না- জবাবে তিনি বলেন, ‘জনগণ আমাকে চায়। আমাকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য জনগণ চাপ দিচ্ছে। তাদের ইচ্ছায় আমি আসন্ন নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ নেবো
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।