স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন। টেস্ট র্যাংকিংয়ে চার নম্বরে থাকলেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে রয়েছেন শীর্ষে। বাবর আজমকে ডাকছে আরো একটি মাইলফলক। পাকিস্তানের ১১তম ব্যাটার হিসেবে ১০ হাজার আন্তর্জাতিক রানের দ্বারপ্রান্তে তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ মুলতানে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজেই মাইলফলকটি অর্জন করে ফেলতে পারেন বাবর। তিন ফরম্যাট মিলিয়ে ২০০ ম্যাচ খেলে ৫০.৭৬ গড়, ২৩ সেঞ্চুরি ও ৬৫ হাফসেঞ্চুরিতে বাবরের রান ৯৭৯৮। বাবর আর ২০২ রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান হয়ে যাবে তাঁর।
পাকিস্তানের হয়ে এই মাইলফলক রয়েছে ইনজামাম-উল-হক, ইউনুস খান, মোহাম্মদ ইউসুফ, জাভেদ মিয়াঁদাদ, সেলিম মালিক, সাঈদ আনোয়ার, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, শহীদ আফ্রিদি ও মিসবাহ উল হকের। পাকিস্তানের হয়ে ২০ হাজার আন্তর্জাতিক রানের মালিক কেবল ইনজামাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।