সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: ইনডিপেনডেন্ট টেলিভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল সিসি নিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক জসিম উদ্দিনের সৈয়দপুর শহরের বাসায় দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ অর্থ ও স্বর্ণালংকার মিলে প্রায় ২ লাখ টাকার মালামাল চোরেরা নিয়ে গেছে বলে জানা গেছে।
বুধবার রাত সাড়ে ১০টায় চুরির ঘটনায় তিনি বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
জানা যায়, ঘটনার দিন বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে সাংবাদিক জসিম উদ্দিন তাঁর স্ত্রী মাহামুদা আক্তারকে সঙ্গে নিয়ে বাসা তালাবদ্ধ করে বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের বকপাড়ায় যান। আর এরই ফাঁকে চোরেরা সাংবাদিকের ফ্ল্যাট বাসার প্রধান কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এরপর বাসার ওয়্যারড্রপে রাখা নগদ ৫৩ হাজার টাকা, স্বর্নের দুটি চেইন, এক জোড়া কানের দুল ও একটি আংটি নিয়ে যায়।
বিকালে সাংবাদিক জসিম বাসায় এসে দেখতে পান প্রধান কলাপসিবল গেট খোলা। পরে বাসার রুমে ঢুকে চুরির ঘটনাটি টের পান তিনি। সঙ্গে সঙ্গে তিনি ঘটনাটি সৈয়দপুর থানা পুলিশসহ সহকর্মীদের অবগত করেন।
খবর পেয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান পাশা, ইন্সপেক্টর (তদন্ত) আবুল হাসনাত খান, উপ-পরিদর্শক (এসআই) মো. সাহিদুর রহমান, সহকারি টাউন উপ-পরিদর্শক (এটিএসআই) মো. মোস্তাক আলী ঘটনাস্থলে ছুটে আসেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান পাশা জানান, সাংবাদিক জসিম উদ্দিনের বাসায় চুরির মালামাল উদ্ধার ও জড়িতদের ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।