স্পোর্টস ডেস্ক: খবরটা ফাঁস হয়ে গিয়েছিল আগেই। জুভেন্টাসের সঙ্গে সাত বছরের সম্পর্কের ইতি ঘটতে যাচ্ছে পাওলো দিবালার। এবার দিবালা নিজেই ঘোষণা দিয়েছেন, এই মৌসুম শেষেই আর জুভেন্টাসে দেখা যাবে না তাকে।
এইতো গত বছরই ইন্টার মিলানের কাছে নয় বছরের রাজত্ব খুইয়েছিল জুভেন্টাস। নেরারুজ্জিদের সঙ্গে তাদের শত্রুতা অনেক পুরনো। অথচ সেই ক্লাবেই কি-না যোগ দিতে যাচ্ছেন জুভেন্টাসের প্রাণভোমরা পাওলো দিবালা। বিষয়টা মানতে পারছেন না জুভ সমর্থকরা। ইন্টারে না যাওয়ার জন্য দিবালার কাছে আর্জি রেখেছেন তারা।
অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে তুরিনদের হয়ে নিজের শেষ ম্যাচ খেলতে মাঠে যাচ্ছিলেন দিবালা। প্রবেশ পথে বেশ কিছু সমর্থক দাঁড়িয়ে ছিল দিবালার অপেক্ষা। দিবালা আসেন। সমর্থকরা জার্সি এগিয়ে দেয় অটোগ্রাফের জন্য। একই সঙ্গে ইন্টারে যোগ না দেওয়ার জন্য অনুরোধও করেন তারা। সামাজিকমাধ্যমে এ ভিডিও ভাইরাল।
ভিডিওতে দেখা যায় এক সমর্থক অটোগ্রাফ নেওয়ার সময় দিবালাকে অনুরোধ করে বলেন, ‘দোয়া করে ইন্টারে যেও না।’ এরপর প্রশ্ন ছুঁড়ে দেন, ‘কেন তুমি ইন্টারে যাচ্ছ?’ ২৮ বছর বয়সী এ আর্জেন্টাইন অবশ্য এর কোনো উত্তর দেননি। কেবল এক গাল হেসেছেন।
আগের দিন লাৎসিওর বিপক্ষে জুভেন্টাসের বিপক্ষে শুরুর একাদশেই ছিলেন দিবালা। ৭৮তম মিনিটে তাকে বদল করেন কোচ মাসসিমিলিয়ানো আলেগ্রি। তখন আবেগি এক দৃশ্যের অবতরণ হয় অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে। পুরো গ্যালারী দাঁড়িয়ে তাকে শেষ বিদায় জানায়। তখন ইন্টারে না যাওয়ার অনুরোধ করেছেন অনেকেই।
একই সঙ্গে ক্লাব প্রেসিডেন্ট আগ্নেলিকে দিয়েছেন দুয়ো। দিবালার চলে যাওয়ার পেছনে তাকেই দায়ী করছেন সমর্থকরা। কারণ এ আর্জেন্টাইনকে কথা দিয়ে ভেঙেছেন তিনিই। বার্ষিক ৮০ লাখ ইউরো বেতনে মৌখিক চুক্তিটা প্রায় হয়েই ছিল। কিন্তু ফিওরেন্তিনা থেকে সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচকে মোটা অঙ্কের পারিশ্রমিক দিয়ে দলে টানায় দিবালাকে বেতন কম দিতে চান তিনি। যা প্রত্যাখ্যান করেন এ আর্জেন্টাইন।
জুভেন্টাসের সঙ্গে সাত বছরের সম্পর্কের অবসানের ঘোষণাটা আগের দিনই দিয়ে দেন দিবালা। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগি বার্তা দিয়ে বিদায় বলেন। আগের দিন নিজেদের মাঠ থেকেও নেন শেষ বিদায়। ম্যাচ শেষে দীর্ঘ সময় ধরে ভক্তদের শেষবারের মতো অটোগ্রাফ দিতে দেখা যায় তাকে।
এদিন অনেকটা শিশুর মতো কেঁদেছেন দিবালা। কেঁদেছেন অনেক সমর্থকরাও। এ আর্জেন্টাইনকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন অনেক খেলোয়াড়ই। তাকে নিজের অধিনায়কত্বের আর্মব্যান্ড খুলে দেন কিয়েলিন্নি। এ মৌসুমেই জুভেন্টাসের সঙ্গে ১৭ বছরের সম্পর্ক শেষ হচ্ছে তারও।
এদিকে ইন্টার মিলান ছাড়াও ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম হটস্পার্স ও পিএসজিও আগ্রহী দিবালাকে কিনতে। আগের দিন রেসে যোগ দিয়েছে বরুশিয়া ডর্টমুন্ডও। তবে শেষ পর্যন্ত কোথায় যাবেন এ তারকা তা এখনো চূড়ান্ত কিছু জানা যায়নি। তবে ইতালিয়ান গণমাধ্যমের সংবাদ অনুযায়ী ইন্টারের সঙ্গে কথা অনেকটাই এগিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।