আন্তর্জাতিক ডেস্ক : ভারতে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল সামনে রেখে কয়েকটি এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে দিল্লির মান্ডি হাউস থেকে জন্তর-মন্তর পর্যন্ত বিক্ষোভ মিছিলের কথা রয়েছে। ১৪৪ ধারা জারির পর মান্ডি হাউসের আশপাশে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, আইনে সমর্থন দেয়ায় কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদ্বীপ ধনকর।
নাগরিকত্ব আইন নিয়ে প্রশ্ন তুলেছেন, পশ্চিমবঙ্গের বিজেপির ভাইস প্রেসিডেন্ট চন্দ্র কুমার বোস। টুইট বার্তায় অভিযোগ করেন, কোন ধর্মকে নিশানা না করা হলে কেন মুসলীমদের আইন থেকে বাদ দেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


